বর্তমান সমাজে শিক্ষার সুযোগ, সরকারি চাকরি কিংবা বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে সংরক্ষণ (Reservation) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর ফলে দেখা যাচ্ছে একশ্রেণীর মানুষ সংরক্ষণ পাচ্ছে এবং অন্য এক শ্রেণীর মানুষ সংরক্ষণ থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। এতদিন পর্যন্ত সংরক্ষণ সুবিধা মূলত SC, ST এবং OBC শ্রেণির প্রার্থীরাই পেতেন। কিন্তু সাধারণ (General Category) শ্রেণির মধ্যেও বহু মানুষ আছেন যারা আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছেন। এরাও সংরক্ষণের যোগ্য তবে সংরক্ষণ পাচ্ছেন না। কেন্দ্র সরকার এবার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই শ্রেণির মানুষের জন্যই চালু করেছে EWS সার্টিফিকেট (Economically Weaker Section Certificate)। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি এই সার্টিফিকেটের আবেদন প্রক্রিয়াকে আরও সহজ এবং দ্রুত করেছে। ফলে এখন খুব সহজেই ঘরে বসেই আবেদন করা সম্ভব। এছাড়াও রাজ্য সরকার ঘোষণা করেছে এই সার্টিফিকেটের জন্য আর বেশি ঘোরাঘুরি করতে হবে না খুব সহজেই যারা উপযুক্ত তাদের দেওয়া হবে এই সার্টিফিকেট।

আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন এবং আপনিও যদি সংরক্ষণের সুযোগ পেতে চান তাহলে বানিয়ে ফেলুন খুব দ্রুত EWS সার্টিফিকেট। সকলেই বানাতে পারবেন এবং খুব সহজেই বানানো যাবে। যারা যারা এই সার্টিফিকেট বানাতে ইচ্ছুক তাদের সুবিধার্থে বিস্তারিতভাবে জানব—EWS সার্টিফিকেট কী, কারা পেতে পারেন, যোগ্যতার শর্ত, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি, সুবিধা এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা।
EWS সার্টিফিকেট কী?
EWS বা Economically Weaker Section হলো সাধারণ (General) শ্রেণির সেই সমস্ত মানুষ, যাঁরা SC/ST বা OBC ক্যাটাগরির অন্তর্ভুক্ত নন কিন্তু আর্থিকভাবে দুর্বল। আর্থিকভাবে দুর্বল থাকার জন্য এরাও পড়াশুনায় বা বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয় সমস্ত ক্ষেত্রে আর্থিক বাধা প্রতিকূলতা হয়ে দাঁড়ায়। তাঁদের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে কেন্দ্র ও রাজ্য সরকার তাঁদের জন্য ১০% সংরক্ষণের ব্যবস্থা করেছে। এই সার্টিফিকেট বানানোর ফলে এরাও সরকারি চাকরি থেকে শুরু করে সমস্ত জায়গায় সংরক্ষণের সুযোগ পাবে। বিশেষভাবে বলে রাখা ভালো বর্তমান পশ্চিমবঙ্গে এই EWS ক্যান্ডিডেটের সংখ্যা খুবই কম তাই পশ্চিমবঙ্গের সমস্ত চাকরির ক্ষেত্রে এই সংরক্ষণে ভ্যাকেন্সি প্রায় ফাঁকা থেকে যায়। আপনি যদি এখনই সার্টিফিকেট বানাতে পারেন তাহলে আপনিও পাবেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা।
অর্থাৎ, এই সার্টিফিকেট একটি অর্থনৈতিক দুর্বলতার শংসাপত্র, যা প্রমাণ করে আবেদনকারী সাধারণ শ্রেণির হলেও তাঁর আর্থিক অবস্থা দুর্বল। এর মাধ্যমে শিক্ষা, চাকরি এবং অন্যান্য সরকারি ক্ষেত্রে বাড়তি সুযোগ পাওয়া যায়। পশ্চিমবঙ্গের যত জেনারেল ক্যাটাগরির চাকরি পার্কে রয়েছেন সকলেই এই সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে পারবেন এবং উপযুক্ত হলে এই সার্টিফিকেট পেয়ে যাবেন।
কেন এই সার্টিফিকেট প্রয়োজন?
EWS সার্টিফিকেটের গুরুত্ব এখন বহুমুখী। এর মাধ্যমে একজন প্রার্থী—
- সরকারি চাকরিতে ১০% সংরক্ষণ সুবিধা পান। শুধু সরকারি চাকরি নয় সমস্ত নিয়োগ এমনকি স্কুল কলেজে ভর্তির জন্যও এই নিয়ম কার্যকরী।
- উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আসন সংরক্ষণ পান। এর ফলে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর ছাত্রীরাও ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান।
- সরকারি স্কলারশিপ ও আর্থিক সহায়তার সুবিধা ভোগ করতে পারেন।
- প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাড়তি সুযোগ পান।
সাধারণ শ্রেণির বহু ছাত্রছাত্রী ও বেকার যুবক-যুবতী এতদিন সংরক্ষণের বাইরে ছিলেন। এই সার্টিফিকেট তাঁদের জন্য একটি আশার আলো। সার্টিফিকেট থাকার জন্য তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন।
পশ্চিমবঙ্গে সরকারের নতুন সিদ্ধান্ত
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সাম্প্রত একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে এই সার্টিফিকেট আবেদন প্রক্রিয়া আরও সহজ করা হলো এবং এখানে অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করার কয়েক দিনের মধ্যেই উপযুক্ত হলে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। এটি নিঃসন্দেহে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থীর জন্য বড় সুখবর।
কারা আবেদন করতে পারবেন? (Eligibility Criteria)
EWS সার্টিফিকেট পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। যেমন—
- আবেদনকারী অবশ্যই General Category-র হতে হবে। SC, ST বা OBC হলে এই সার্টিফিকেট পাওয়া যাবে না। অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরির এবং এতদিন পর্যন্ত কোন সুযোগ সুবিধা পাননি তারাও এবার সরকারি চাকরি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সংরক্ষণের সুযোগ পাবেন।
- আয়ের সীমা: আবেদনকারীর পরিবারের মোট বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে। অর্থাৎ এক বছরের যদি কোন পরিবার ৮ লক্ষ টাকার কম ইনকাম করে তাহলে সেই পরিবারের ব্যক্তিরা এই সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে পারবেন।
- সম্পত্তির সীমা: এই সার্টিফিকেটে আবেদন জানানোর জন্য শহরে ১০০০ বর্গফুটের বেশি ফ্ল্যাট থাকলে চলবে না। ৫ একরের বেশি কৃষিজমি থাকলে আবেদন করা যাবে না।
- সরকারি চাকরি: পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে থাকে তাহলে এই সুবিধা পাওয়া যাবে না।
- বয়স: সাধারণত ১৮ বছর বা তার বেশি হতে হবে।
EWS সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় নথি (Documents Required)
আবেদনের আগে কিছু গুরুত্বপূর্ণ নথি প্রস্তুত রাখতে হবে। তবে এক্ষেত্রে তেমন কোন জটিল ডকুমেন্টস এর প্রয়োজন নেই শুধুমাত্র ইনকাম সার্টিফিকেট দরকার কারণ এটি প্রমাণ করবে আপনার পরিবারের ইনকাম। এছাড়াও যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেগুলো হল —
- আধার কার্ড / ভোটার আইডি (পরিচয় প্রমাণ)।
- রেশন কার্ড / বিদ্যুৎ বিল / জল বিল (ঠিকানা প্রমাণ)।
- ব্লক অফিস বা পঞ্চায়েত থেকে জারি করা আয় শংসাপত্র।
- জমির কাগজপত্র বা রেকর্ড অব রাইটস (RoR)।
- সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি।
- অনলাইনে আবেদন করলে অ্যাকনলেজমেন্ট স্লিপ।
আবেদন করার পদ্ধতি
EWS সার্টিফিকেটের জন্য আবেদন করা যায় দুটি উপায়ে—অনলাইন এবং অফলাইন।
১. অনলাইনে আবেদন (Online Application Process)
- প্রথমে ভিজিট করুন পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট 👉 wb.gov.in অথবা সংশ্লিষ্ট জেলা পোর্টাল। গিয়ে বিশেষ করে রাজ্য সরকারের কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই আবেদন করা যাবে।
- “Apply for EWS Certificate” অপশনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
- এখানে আবেদনকারীর সমস্ত তথ্য সঠিকভাবে দিতে হবে যেমন নাম, ঠিকানা, আয়, সম্পত্তির বিবরণসহ সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
- আবেদন জমা দিয়ে অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করে নিন। পরবর্তীকালে আপনি এই একনলেজমেন্ট স্লিপ দিয়ে চেক করে আপনার স্ট্যাটাস দেখে নিতে পারবেন।
EWS সার্টিফিকেটের সুবিধা
এই সার্টিফিকেট থাকলে সাধারণ শ্রেণির আর্থিকভাবে দুর্বল মানুষরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন। সরকারি চাকরির ক্ষেত্রে তো ১০% সংরক্ষণ থাকবেই এর পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজে পড়ার সময় স্কলারশিপ এর সুবিধা পাওয়া যাবে। এছাড়াও পড়াশোনা জন্য সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পাওয়া যাবে।
কেন এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ?
পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে অসংখ্য সাধারণ পরিবারের ছাত্রছাত্রী আর্থিক কারণে পিছিয়ে পড়েন, তাঁদের জন্য এটি বড় সুযোগ। অনেক সাধারন শ্রেণীর পরিবারের ছাত্রছাত্রীরা রয়েছেন যারা আর্থিকভাবে দুর্বল কিন্তু উচ্চশিক্ষা গ্রহণ করতে চান বা সরকারি চাকরি করতে চান তাদের জন্য এই সুবিধা আনা হয়েছে।এখন থেকে—
- সরকারি চাকরির পরীক্ষায় ১০% সংরক্ষণ পাবেন।
- পড়াশোনার জন্য স্কলারশিপ এবং ফি ছাড় মিলবে।
- সমাজের মূল ধারায় যুক্ত হওয়ার পথ প্রশস্ত হবে।
এটি শুধুমাত্র একটি সার্টিফিকেট নয়, বরং অর্থনৈতিক সমতার দিকে বড় পদক্ষেপ।
EWS সার্টিফিকেট এখন পশ্চিমবঙ্গের হাজার হাজার ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থীর জন্য এক নতুন আশা। এই সার্টিফিকেট বানানোর ফলে বহু ছাত্র-ছাত্রীরা যারা দরিদ্র পরিবারের তারাও সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে পারবেন এবং চাকরি পাবেন। আগে যেখানে সাধারণ শ্রেণির আর্থিকভাবে দুর্বল মানুষরা সরকারি সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, এখন তাঁরা শিক্ষায়, চাকরিতে এবং জীবনের অন্যান্য ক্ষেত্রে বাড়তি সুযোগ পাবেন। এর ফলে জেনারেল ক্যাটাগরি চাকরি পাচ্ছি নাও এবার সংরক্ষণ আসনের সুযোগ পাবে।
তাই, যদি আপনি General Category-র অন্তর্ভুক্ত হন এবং আপনার পরিবারের আয় ৮ লক্ষ টাকার কম হয়, তবে আজই EWS সার্টিফিকেটের জন্য আবেদন করুন। এতে আপনার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে এবং সরকারি সুবিধা পাওয়ার পথ অনেক সহজ হবে।

The articles on rgssmilezone.in are written and managed by the RGSSmileZone News Team.
We are a group of passionate writers, editors, and reporters dedicated to delivering accurate, reliable, and unbiased news to our readers.
